দীঘি থেকে ফের মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরের কাশিপুরের সেই হাতেম আলীর দীঘি থেকে আবারও মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে একটি হাতের খণ্ডিত কব্জি উদ্ধার করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। এর আগে গত রোববার দুপুরে একই দীঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার পর থেকে স্থানীয়রা চরম আতংকে দিন কাটাচ্ছেন। পুলিশ তথ্য উদঘাটনে সন্দেহভাজন স্থানীয়দের বাসায় তল্লাশি চালিয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. জিদান বলেন, আমার মা দীঘির পাড় ধরে হাঁটছিলেন। তখন একটি পলিথিন ভাসতে দেখে তীরে তোলেন তিনি। এরপর সেই পলিথিন থেকে মানুষের কব্জির খণ্ডিত অংশ দেখতে পেয়ে মা অজ্ঞান হয়ে যায়। এরপর বিষয়টি পুলিশকে জানাই।
স্থানীয় বাসিন্দা নুপুর বেগম বলেন, এর আগেও মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আজকে (মঙ্গলবার) আবারও একই ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্ক বিরাজ করছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোন নিখোঁজের ঘটনা ঘটেনি। নিখোঁজের কথা জানিয়ে কেউ অভিযোগও জানায়নি।
আমরা ধারণা করছি যে, নগরের বাইরে থেকে কাউকে হত্যা করে লাশ গুম করতে এখানে খন্ডিত অংশ ফেলা হয়েছে। কোথায় বসে হত্যা করা হয়েছে তা সনাক্ত করা যায়নি। এই রহস্য উদঘাটনে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।
Post Comment