দীর্ঘ বন্ধের পর কর্মস্থলে ফিরে ঈদ শুভেচ্ছা বিনিময়ে কর্মকর্তা -কর্মচারীরা!
নিজস্ব প্রতিবেদক ।।
ঈদুল আজহার উপলক্ষে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে সরকারি অফিস ও আদালত। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। এর ধারাবাহিকতায় (১৫ জুন ) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এসময় জেলা উন্নয়ন সমন্বয় সভায় আগত জেলার সকল কর্মকর্তাদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি দেশে বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন কথা বলেন জেলা প্রশাসক বরিশাল। তিনি তার দপ্তরসহ সকল দপ্তরে আগত সেবাগ্রহীতাদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে আহবান জানান। এদিকে বরিশালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই অফিস ও বসতবাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অফিস প্রধানকে অনুরোধ জানান।
রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। ফলে জেলাপ্রশাসকের কার্যালয়ে ঈদের আমেজ বিরাজ করছে।
Post Comment