দুই পক্ষের সমঝোতায় ৫ই ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৬ সনের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ৫ ফেব্রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে । মঙ্গলবার ১৫ই ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হলে আইনজীবীরা ৫ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা দিতে সাধারণ সভার আয়োজন করে সাধারণ আইনজীবীরা। এ সময় আইনজীবীরা বর্তমান সভাপতি রুমে তালা লাগিয়ে দেয়। বুধবার উভয়পক্ষের আইনজীবীদের সমঝোতার মাধ্যমে আগামী ৫ফেব্রুয়ারি বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে শান্ত পরিবেশ ফিরে আসে। এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লি;কন বলেন সাধারণ আইনজীবীদের দাবি মেনে নিয়ে আগামী ৫ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর আইন জীবী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মহসিন মন্টু বলেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। অতএব এখন আর আমাদের মধ্যে আর কোন বিরোধ নেই।
আইনজীবী সমিতি সাবেক সাধারণসম্পাদক শহিদ হোসেন বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন করা ঠিক নয়।সংসদ নির্বাচন নিয়ে কমবেশি সবাই ব্যস্ত থাকবে। তাই সংসদ নির্বাচনের পরেই আইনজীবী সমিতির নির্বাচনের হওয়া উচিত। নির্বাচনের ধার্য তারিখ পরিবর্তন করে ১৫ফেব্রুয়ারির পরিবর্ত ৫ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছে।
নির্বাচনের পূর্বে প্রার্থীদের মনোনয়নের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২০ (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় বর্ণিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আগামী রোববার অথবা সোমবার নির্বাচনের তফসীল সংশোধন করে প্রকাশ করা হবে আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকন জানিয়েছেন



Post Comment