Loading Now

দুর্নীতির মামলায় প্রয়াত মেয়র কামালকে বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক ।।

দুর্নীতির মামলায় বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালকে রাজনৈতিক হেয়পতিপন্ন করতে সাজা দেয়া হয়েছে। একই সাথে তাকে দেয়া বরিশাল আদালতের সাজা স্থগিত করে বেকসুর খালাস  এবং জামিনের সময় বেলবন্ডের ৫০ লক্ষ টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৩ জুলাই সকালে হাইকোর্টের বিজ্ঞ বিচারক মো: সোহরাওয়ার্দীর একক বেঞ্চে এ আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আহসান হাবিব কামালের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

উল্লেখ্য ২০২০ সালের ৯ নভেম্বর বরিশালের স্পেশাল দায়রা জজ আদালতে বিসিসির সাবেক মেয়র কামালকে ২০০০ সালের একটি দুর্নীতির মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ কোটি টাকা অর্থদন্ড দেয়া হয়। তবে আহসান হাবিব কামাল ২০২২ সালের ৩০ জুলাই মৃত্যুবরন করেন। মৃত্যুর সময় তিনি জামিনে ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED