দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে : মির্জা ফখরুল
অনলাইন ডেক্স ।।
গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে প্রমাণিত শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহি তাদের করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
আজকে প্রমাণিত হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না।
এই যে ভয়াবহতা, মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি আওয়ামী লীগ সরকার আসার আগে।’
তিনি আরো বলেন, ‘নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে সবসময়ই বিএনপি আছে। বিএনপি নির্বাচন চায়, সব নির্যাতনের বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য।’
Post Comment