Loading Now

দেশের সবগুলো আয়না ও গুমঘর উন্মোচনের দাবিতে মানববন্ধন

 

অনলাইন ডেক্স ।।

দেশের সবগুলো আয়না ও গুমঘর জাতির সামনে উন্মোচন করাসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ভয়েস ইনফোর্সড ডিসেপেয়ারড পার্সন (ভোয়েড) নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।

 

এসময় বক্তারা স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গুম হওয়া ও বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তৃতায় ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ, গুমের ঘটনার বিচার, মিথ্যা মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

 

২০১৮ সালে ঢাকার নতুন বাজার থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করে বলেন, তার বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ঘটনায় তাকেও (রেজাউল) গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর জঙ্গি সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে জমিনে আছেন তিনি। দেশে আর কোনো স্বৈরাচার যেন আয়না ঘর, গুম নাটক করতে না পারে তার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গুমের শিকার কাইয়ুম হাওলাদার অভিযোগ করেন, মামলার সাক্ষী না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছেন যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।

 

এসময় আরও বক্তৃতা দেন, ভোয়েডের সমন্বয়ক ইমরান হোসেন, আবদুল কাইয়ুম ও আলামিন।

তাদের দেওয়া ছয় দফা হলো- গুমসেল, আয়নাঘরসহ সব গুমসেল জাতির সামনে উন্মোচন এবং সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা। গুম, খুন ও গণহত্যায় জড়িত আওয়ামী নেতাকর্মীসহ সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। এসব নির্যাতনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাস বিরোধী কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED