Loading Now

দ্বিতীয় টেস্ট থেকে বাদ তাসকিন

 

স্পোর্টস ডেক্স ।।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন আহমেদ। এবার দল থেকেই বাদ পড়লেন এই পেসার।

তাসকিনকে বাদ দিয়ে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।

তবে তাসকিনকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘সামনে অনেক খেলা। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। যতদূর জানা গেছে, চট্টগ্রাম টেস্টেও তাকে (তাসকিন) টিম ম্যানেজমেন্টের খেলানোর চিন্তা নেই। সামনের ব্যস্ততার ভাবনায় রেখেই তাসকিনকে আমরা বিশ্রাম দিয়েছি।’

আজ মিরপুর টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনে ৮৮ মিনিটের মধ্যে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে হলে চট্টগ্রামে জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের।

চট্টগ্রাম টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ।

Post Comment

YOU MAY HAVE MISSED