ধর্ষকের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক ।।
দেশব্যাপী সিরিজ নারী-শিশু দর্শন অপ্রতিরোধ্য ডাকাতি ছিনতাই আইন শৃঙ্খলা ও পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে বরিশালে মশাল মিছিল বের করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা।
আজ সোমবার রাত ৭ টায় অসীম কুমার টাউন হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ করা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি সাকিবুল ইসলাম সাফিন ও সাধারনো সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Post Comment