Loading Now

ধর্ষণের বিরুদ্ধে ববিতে বিক্ষোভ সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক ।।

সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা।

শনিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ নিচতলায় এ কর্মসূচি হয়। এরপর ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। মহামারির মতো ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, নারী-পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। বরং নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মত জঘন্য অপরাধ সংঘটিত হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক। নিরাপত্তা বাহিনীকে নীরব ভূমিকা থেকে উত্তরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি, জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED