Loading Now

ধর্ষণের মিথ্যা মামলা করায় গৃহবধুর পরিনতি

নিজস্ব প্রতিবেদক ॥

পাওনা টাকা ফেরৎ না দেয়ায় মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করা গৃহবধুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রোববার (৬ এপ্রিল) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বেঞ্চ সহকারী আজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলে যাওয়া গৃহবধু হলো- সাদিয়া আফরিন তানিয়া। সে বরিশালের উজিরপুর উপজেলার হানুয়া বাড়পাইকা গ্রামের আলউদ্দিন হাওলাদারের কন্যা ও বরিশাল নগরীর নবগ্রাম রোড খান বাড়ী এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী।

মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, নগরীর নবগ্রাম রোড খান বাড়ী এলাকার বাসিন্দা মিজানুর রহমান ফারুক ১০ শতাংশ জমি কেনার জন্য তানিয়ার স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নেয়। কিন্তু পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে তা দিতে অস্বীকার করেন পুলিশ সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে মিজানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তানিয়া। কিন্তু বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোন প্রমান পাওয়া যায়নি। তাই মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় মিজানুর রহমান ফারুক ওই গৃহবধুকে আসামী করে মামলা করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED