Loading Now

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলায় প্রধান আসামি আকবর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বানারীপাড়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাব-৮ এর সহায়তায় ঢাকার মিরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা বলেন, উপজেলার চাখার এলাকার ইলেকট্রিক মেকার মো. আলি আকবর ফকির (৫৬) ও তার সহযোগী মাহাবুব সিকাদার ২০২৪ সালের ৩১ অক্টোবর রাত অনুমান ১০টার দিকে এক নারীকে (৩৮) বিয়ে দেওয়ার জন্য পাত্রের সঙ্গে দেখা করার কথা বলে উত্তর চাখার গ্রামের একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

তিনি জানান, সেখানে আলী আকবর ফকির তাকে গামছা দিয়ে মুখ বেঁধে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগী মাহাবুব সিকদার লোকজনের গতিবিধি লক্ষ্য করে। পরে তারা ওই নারীকে এ বিষয়টি কারো কাছে না বলার জন্য বিভিন্ন রকম হুমকি-ধমকি দেয়। পর দিন সকাল অনুমান ৬টার দিকে মাহাবুব সিকদার তার ভ্যানে করে ওই নারীকে চাখার বাজারে নামিয়ে দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে তিন মাস পর এ বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ করেন। ১ ফেব্রুয়ারি ভিকটিম বাদী হয়ে আলী আকবর ফকির ও তার সহযোগী ভ্যানচালক মো. মাহাবুব সিকদারকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা অন্যত্র পালিয়ে থাকে। পরে তাদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হয় বলে ওসি জানান।

র‌্যাব-৮ এর সহায়তায় ওই মামলার প্রধান আসামি মো. আলী আকবরকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হন বলে থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা যুগান্তরকে জানান।

তিনি আরও জানান, বুধবার সকালে আলী আকবরকে আদালতে প্রেরণ করা হয়ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED