Loading Now

ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দা এক শিশু কন্যাকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা। শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে আগৈলঝাড়া থানায় সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুমন সন্যামত (৩৮) উপজেলার পশ্চিম সেরাল গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, শুক্রবার (১৬ মে) রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানীর একটি অভিযানিক দল সুমন সন্যামাতকে গ্রেপ্তার করেছে।

মামলা এজাহারে জানা গেছে, পশ্চিম সেরাল গুচ্ছগ্রামের বাসিন্দা ভিকটিম শিশুকে গত ১৬ এপ্রিল বেলা বারোটার দিকে ঘরে একাকি পেয়ে জোরপূর্বক মুখ চেঁপে ধরে ধর্ষণ করে অভিযুক্ত সুমন সন্যামত। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক সুমন নির্যাতিতা শিশুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতিতা ভিকটিম শিশুর মা বাদি হয়ে সুমন সন্যামতকে একমাত্র আসামি করে একইদিন বিকেলে থানায় মামলা দায়ের করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED