নগরীতে আওয়ামী লীগের ২ কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক :
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলন দমাতে ছাত্রদের উপর হামলা চালানোর ঘটনায় ফুটেজ পর্যালোচনা করে বরিশাল মহানগর যুবলীগের সদস্য আজিম সরোয়ার দিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় কেক কাটা নারী নেত্রী ইসরাত জাহান নিপাকেও আটক করা হয়েছে। ৮ আগষ্ট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ওসি বলেন আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর সক্রিয় সদস্য। আগামী ১৫ আগষ্ট কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নাশকতা এড়াতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Comment