Loading Now

নগরীতে ছিনতাইয়ের শিকার রাশিয়ান দম্পতি

 

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক রাশিয়ান দম্পতি। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে নগরের ১৯ নং ওয়ার্ডের গুপ্ত কর্ণার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বরিশাল মেট্রোপলিটন বগুড়া পুলিশ ফাড়ির এটিএসআই মো: হুমায়ন কবির বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রাশিয়ান নাগরিক ব্যাসিলি (৩৮), তার স্ত্রী বেলেরিয়া (৩৮) গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ভ্রমনের উদ্দেশ্যে আসেন, এবং গত (২৫ সেপ্টম্বর) লঞ্চযোগে তারা ঢাকা থেকে বরিশাল আসেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) সকাল ৫ টায় রাশিয়ান দম্পতি লঞ্চ থেকে নেমে নথুল্লাবাদ যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা করেন। এসময় তারা নগরের ১৯ নং ওয়ার্ডের গুপ্ত কর্ণার মোড় এলাকায় পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তি তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রী’র কাধে থাকা একটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাদের ওই ব্যাগে নগদ এক হাজার ডলার, ২টি আইফোন, ১টি এয়ারপড ছিল।

 

এসময় রাশিয়ান ওই দম্পতি সাহায্যর জন্য চিৎকার করেন। তখন নতুন বাজার থেকে একটি অটোরিকশা গুপ্ত কর্নার মোড় পৌছালে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং অটোচালক ওই তাদের কোতয়ালী থানায় পৌছে দেন। এবিষয়ে গতকাল বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED