নগরীর স্পিডব্রেকারে রং করলো মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম
নিজস্ব প্রতিবেদক ।।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) আয়োজিত গোল টেবিল বৈঠকে আলোচনার মধ্য দিয়ে উঠে আসে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর স্পিড ব্রেকারে রং উঠে যাওয়ার তথ্যটি। যার ফলে নানা দূর্ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে এমএএফ-এর সদস্যবৃন্দরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হাসপাতাল রোড থেকে বিএম কলেজ পর্যন্ত রাস্তার স্পিডব্রেকাগুলো রং করার সিদ্ধান্ত গ্রহণ করে৷ এমএএফ-এর আহ্বানে অংশ নেয় স্বেচ্ছাসেবক যুব প্রতিনিধিসহ সাধারন নাগরিকবৃন্দ।
আজ ১৭ অক্টোবর শুক্রবার রাত ১০ টায় এমএএফ-এর উদ্যোগে রং করা হয় হাসপাতাল রোড থেকে বিএম কলেজ পর্যন্ত রাস্তার স্পিড ব্রেকারগুলো। নিজ হাতে রং করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন; বিএনপির মো. মাহমুদ হোসেন মামুন, ফারজানা খান রোজি, মারিয়া মুন্নি, মো. হাফিজ আহমেদ বাবলু, মো. ইমরান হোসেন; গণঅধিকার পরিষদের মো. রফিকুল ইসলাম রাসেল সহ আরো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবি সংগঠন লাল সবুজ সোসাইটি, বিবিডিসি, সমগত সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশ নেয় এই উদ্যোগে৷
এমএএফ-এর প্রতিনিধিরা জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মূলত তাদের এই উদ্যোগ। যাতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ভবিষ্যৎে এই ধরণের নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী হয়৷ একই সাথে সাধারন মানুষকে সচেতন করা ও দূর্ঘটনা প্রতিরোধে এ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে এমএএফ।
Post Comment