Loading Now

নগর বিএনপির আওতাধীন ওয়ার্ড কমিটি বিলুপ্ত!

 

নিজস্ব প্রতিবেদক :

নানা আলোচনা সমালোচনার পর বিলুপ্ত ঘোষনা করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির ২৯ টি ওয়ার্ড কমিটি। শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যার পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর সম্মতিতে ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।এবং এতে সাক্ষর করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার উভয়ই। তবে এই কমিটি ভাঙা নিয়ে যুগ্ম আহবায়কদের সাথে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন একাধিক যুগ্ন আহবায়ক। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কদের সভা আহবান করা হয়।
উক্ত সভায় মহানগরের সদস্যদের আমন্ত্রণ না জানানো হলেও তারাসহ একাধিক ছাত্রদল,যুবদলের নেতারা উপস্থিত হন।এরা সকলেই সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সাথে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।পরে সভায় বক্তব্য রাখেন ১ নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। তিনি বলেন সকল যুগ্ম আহবায়কদের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত নিয়ে কমিটি ভাঙা উচিত ছিল। দলীয় চেয়ারম্যান সকলকে সাথে নিয়ে কাজ করতে বলেছেন। কিন্তু আজ তা প্রতিফলিত হচ্ছে না।
সভায় ওয়ার্ড কমিটি ভাঙা প্রসঙ্গে নগর বিএনপির একাধিক সদস্য বলেন আমাদেরকে আমন্ত্রণ না জানিয়ে ছাত্রদল,যুবদলের সদস্য সহ অন্যদের নিয়ে বৈঠক করা কিসের আলামত বুঝা যাচ্ছে না।
ওয়ার্ড কমিটি ভাঙা প্রসঙ্গে নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের মুঠোফোন এ কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
এ প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন,দলের চেয়ারম্যানের ৭ নভেম্বরের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে কাউন্সিল সম্পন্ন করতে। একই সাথে দলের বিভাগের সাংগঠনিক টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর অনুমতি সাপেক্ষে ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শীগ্রই সাংগঠনিক সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED