Loading Now

নতুন পোষাক পেয়ে আনন্দে আত্মহারা সুবিধাবঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক ।।

“আইসিডিএ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের আওতায়” পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যেনবরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরাধিন সরকারি শিশু পরিবারের ২৯ জন অসহায় শিশু-কিশোরদের ঈদ উপলক্ষে নতুন পোশাক উপহার দেয়া হয়।

আজ ২০ মার্চ বৃহস্পতিবার সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মী ও শুভানুধ্যায়িদের সহায়তায় এই পোশাক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবার বরিশাল’র উপ-তত্ত্ববধায়ক জফারাজানা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক বিএনডিএন’র সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, আইসিডিএ’র উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক নির্বাহী পরিচালক জনাব সালমা খান, সংস্থার কার্যকরী পরিষদ সহ-সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার, সাধারণ পরিষদ সদস্য কাজী মিজানুর রহমান ফিরোজ, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, লক্ষ্মণ চন্দ্র মুনসী- পরিচালক আর্থিক সেবা (কার্যক্রম), প্রধান এমআইএস কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু মো: আলী রেজা, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান সহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-সহকর্মীবৃন্দ।

২৯ জন শিশু ও কিশোর কিশোরীরা নতুন পোষাক পেয়ে দারুণ খুশী হয়েছে এবং আশা ব্যক্ত করেছে যে, আইসিডিএ’র এই ভালোবাসা যেন অসহায় মানুষের জন্য অব্যাহত থাকে।

Post Comment

YOU MAY HAVE MISSED