Loading Now

নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

হিজলা প্রতিনিধি ।।

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগ্নি সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে ও নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি। হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের একটি স্ব-মিলে সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাউদা আক্তার নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার কোন সন্ধান মেলেনি। তিনি আরও জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে পূণঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED