Loading Now

নবনিযুক্ত ভূমি কর্মকর্তা জহিরুলের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক ।।

যোগদানের দুই দিনের মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা জহিরুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জহিরুল বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়,’তারিফুর রহমান নামে এক সেবাগ্রহীতার কাছ থেকে জমিজমা সংক্রান্ত কাজের বিনিময়ে ঘুষ নিচ্ছেন জহিরুল। তারিফুর রহমানের গ্রামের বাড়ি বাবুগঞ্জ ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায়।

পরে খোঁজ নিয়ে তারিফুর রহমানের সঙ্গে সাক্ষাতে কথা হলে তিনি বলেন,জমাখারিজের কাগজপত্র সংগ্রহের জন্য আমি টাকা দিয়েছি,সেটা সত্যি। তবে দুইমাস পর আমরা একজন ভূমি সহকারী কর্মকর্তা পেয়েছি। এসব ঘটনা সংবাদমাধ্যমে আসলে তাকে শাস্তি দেওয়া হবে, এটা নিশ্চিত জানি। কিন্তু আমরা (সেবাগ্রহীতারা)আবার ভোগান্তির শিকার হবো। ওই ভূমি সহকারীর কর্মকর্তার পদ শূন্য হয়ে যাবে। সেদিকেও খেয়াল রাখা দরকার।

স্থানীয় দলিল লেখক মহসিন বলেন,’কী আর বলবো? কয়েকমাস পরে একজন ভূমি সহকারী কর্মকর্তা এখানে যোগদান করেছেন। এখানে অন্য কোনো ভূমি সহকারী কর্মকর্তা আসতে অপারগতা প্রকাশ করেন। আমরা টুকটাক কিছু খরচাপাতি দিয়ে নিজেদের কাজ গুছিয়ে নেই।

ওই ইউনিয়নের জমি ব্যাবসয়ী দুলাল আমীন বলেন,’ঘুষ নেওয়ার বিষয়টি জানাজানি হলে আজ (২৫ মে) রবিবার দুপুরে ভূমি অফিস সংলগ্ন এলাকার মানুষ, ভূমি অফিসের সামনে এসে জড়ো হন। এবং ঘুষ নেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুঁষা চলছে।

এদিকে রহমতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম অনুরোধ করে বলেন, যদি ঘুষের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হয়, তাহলে আমার মানইজ্জত থাকবেনা। আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে পারবোনা। আমি, এখানে একেবারেই

নতুন। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। অন্যদিকে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ঘুষ গ্রহণের কোনো বিষয় হলে অবশ্যই আমি জহিরুলের বিরুদ্ধে একশান নিবো।

Post Comment

YOU MAY HAVE MISSED