Loading Now

নবনির্মিত এমভি এম খান পরিদর্শনে ইনকিলাব সম্পদক

 

নিজস্ব প্রতিবেদক ॥

দৈনিক ইনকিলাব এর সম্পাদক ও জমিয়াতুল মোদাররেছিন এর সভাপতি এএমএম বাহাউদ্দিন শুক্রবার বরিশালে নব নির্মিত বিলাসবহুল যাত্রীবাহী নৌযান এমভি এম খান-৭ পরিদর্শন করেন। বরিশালে দপদপিয়া এলাকায় এম খান শিপ বিল্ডার্সে পৌঁছলে এ এম এম বাহাউদ্দিনকে স্বাগত জানান এম খান শিপবিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ খান।

মাহফুজ খান এএমএম বাহাউদ্দিন ও তার সফরসঙ্গীদের নৌযানটির বিভিন্ন দিক ঘুরিয়ে দেখান। দেশের অন্যতম বৃহত্তম এ নৌযানটি দেশীয় প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় বরিশালেই তৈরী সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের আগেই নৌযানটি বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে বলে মাহফুজ খান জানিয়েছেন।

চারতলা বিলাসবহুল এ নৌযানটি দেশের অন্যতম বৃহত্তম নৌযান। প্রায় ১ হাজার যাত্রী বহনক্ষম এ নৌযানটিতে সুবিশাল ডেক শ্রেণি ছাড়াও বাতানুকুল প্রথম শ্রেণী ও ভিআইপি শ্রেণি থাকছে।

নৌ পরিবহন অধিদপ্তর ও বিঅইডব্লিউটিএ’র জরিপ সনদ এবং রুট পারমিট সহ সময়সূচি নিয়ে চলতি মাসের মধ্যেই বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে এমভি এম খান-৭ যাত্রী পরিবহন শুরু করবে বলে জানা গেছে।

এএমএম বাহাউদ্দিন নৌযানটির টেকসই নির্মান শৈলী ও যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করায় এম খান শিপিং লাইন্স-এর প্রসংশা করেন। তিনি নৌযান ও এর উদ্যোক্তা প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED