Loading Now

নব্য দুর্নীতিবাজদের রুখতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: রফিকুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক ।।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এর সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সোলায়মান এর সঞ্চালনায়,বরিশাল জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৫ ও ২৬ সেশনের দায়িত্বশীল শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামে যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোঃ রফিকুল ইসলাম

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের কোটি কোটি ছাত্র যুবকরা তাদের জীবনকে বাজিরেখে যেই উদ্দেশ্যে বিপ্লব করেছিল বাস্তবিক পক্ষে তার বিন্দু পরিমাণ বাস্তবায়ন হয়নি, এখনো দেশে প্রতিনিয়ত অন্যায়ভাবে মামলা, খুন, ঘুম,চাঁদাবাজি চলমান রয়েছে, এই সকল অন্যায় থেকে দখলদারদের রুখতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আদর্শবান যুবক গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই অবিরাম কাজ করে যাচ্ছে পীর সাহেব চরমোনাই এর হাতকে শক্তিশালী করতে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার, সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, এবং প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ,

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার ২০২৫ ও ২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন,সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ, সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ শাকিল মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সুলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইব্রাহিম হোসেন, দফতর সম্পাদক এম.এম সাইফুল্লাহ আল মনির, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম আল আমিন,প্রচার সম্পাদক মুহাম্মাদ কামিল হোসেন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ শহিদুল্লাহ কায়সার,অর্থ সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ, আইন ও মানবাধিকার সম্পাদক ডি এম আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক এ কে এম সায়েম হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুফতি মুহাম্মাদ হাসান মাহমুদ,শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ নাসির উদ্দিন, ছাত্র ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ মুরসালীন, সংখ্যালঘু ও নৃ গোষ্ঠী সম্পাদক মুহাম্মাদ সোহাগ হোসেন,উপ সম্পাদক মুহাম্মাদ আশ্রাফুল ইসলাম, মুহাম্মাদ বনি আমিন, হাফেজ মাওলানা রেজাউল করিম,ইব্রাহিম খলিলুল্লাহ,

Post Comment

YOU MAY HAVE MISSED