নয়ানী মাধ্যমিক বিদ্যালয় পুর্নিমা আউট,সাখাওয়াত ইন!
নিজস্ব প্রতিবেদক ।।
এক মাসের ব্যবধানে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে আবারও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সভাপতি পূর্ণিমা সরদারের পরিবর্তে সেখানে এ্যাডহক কমিটির আগের সভাপতি সাখাওয়াত হোসেনকে পূর্ণবহাল করা হয়েছে।
শনিবার (২৪ মে) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২২ এপ্রিল বরিশাল সদর উপজেলাধীন নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন মনির বরিশাল কোতয়ালী মডেল থানার জি আর ৫৫৮/২০২৪ মামলায় জেলহাজতে ছিলেন।এমতাবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে একই স্বারক ও তারিখে এডহক কমিটি সংশোধন করে কমিটিতে ২নং ক্রমিকধারী পূর্ণিমা সরদারকে এডহক কমিটির নতুন সভাপতি মনোনিত করা হয়।পরে জামিনে মুক্ত হয়ে গত ৬ মে সাখওয়াত হোসেন সভাপতি পদ ফিরে পেতে পুনরায় শিক্ষা বোর্ডে আবেদন করেন। এ বিষয়ে অএ বোর্ডের আইন উপদেষ্টার মতামত গ্রহণ করা হয়। তিনি বলেন শিক্ষা বোর্ডের প্রবিধানমালা- ২০২৪ এর (১৬)ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যেক দণ্ডিত হলে সভাপতির পথ হারাবেন। এ ক্ষেত্রে মোহাম্মদ সাখাওয়াত হোসেন দণ্ডিত হন নাই। কাজেই তাকে স্বপদে বহাল করতে আইনগত কোন বাঁধা নাই। ফলে মনিরকে পুনরায় সভাপতি ঘোষনা করেন বরিশাল শিক্ষা বোর্ড।
Post Comment