নলছিটিতে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল!
নলছিটি প্রতিনিধি ।।
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়ন বিএনপি নেতা জি কে নাসিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
শনিবার (৩ মে) ফেসবুকে ১৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।
ভিডিও দেখা যায়- এক নারী নাসিরের বুকের উপর আদো শোয়া অবস্থায় বলছেন- গায়েস হের লগে আমার বিয়া হইছে, তার নাম হইছে নাসির সিকদার। বিয়া কইরা আমার পেট বাজাইয়া এখন আবার ওয়াশ কইরা ফালাইতে বলতেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী বলছেন, এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা নাসিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জি কে নাসির বলেন- আমি বিএনপি করি, কিন্তু কোন পদ-পদবি নেই। এই ভিডিওটা কিভাবে করেছে আমি জানি না, এটা অনেক আগের। সেতো তার স্বামীর সংসার করতেছে। সে যে পেটে বাচ্চার কথা বলছে এটা প্রমাণ করেন। এর বেশি কিছু আমি জানিনা।
এ বিষয়ে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল বলেন- নাসির বিএনপির কেউ না। তার কোন পদ-পদবি নেই।
তিনি বলেন, ‘কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।”
Post Comment