Loading Now

নানকের গ্লোবাল ইউনিভার্সিটি থেকে উপাচার্যের পদত্যাগ

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় প্রতিষ্ঠিত বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর তার (উপাচার্য) ওপর কোনও ধরনের চাপ ছিল কি না, তা তার জানা নেই। বয়সের কারণে তিনি অনেকটা অসুস্থ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে পদত্যাগপত্রে তিনি কোনও কারণ উল্লেখ করেননি।’

২০১৫ সালে বহুতল ভবন ভাড়া নিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বরিশাল নগরীতে প্রতিষ্ঠা করা হয়। এটি বরিশাল শহরে অবস্থিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার সহধর্মিণী আরজুমান বানু নার্গিস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি বিভাগে ৬৫০ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ৩২ জন।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি বাবুগঞ্জের রামপট্টিতে ২ দশমিক ৪ একর জমি ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।

উল্লেখ্য, ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছিলেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED