নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধিকরন বিষয় গোল টেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক ।।
জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী যুবা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধিকরন প্রকল্পের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রে (আসক) এর সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে সকাল ১১ টায় আভাস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ব্লাস্টের এডভোকেট সাহিদা তালুকদার, এছাড়া উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রতিনিধি, ওসিসি এর প্রতিনিধি,, ব্লাস্টে এর কো-অর্ডিনেট এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সিএসও বৃন্দ সার্বিক ও সহযোগিতায় আভাস এর প্রজেক্ট অফিস কান্তা দে ও প্যারালিগ্যাল নাহার আক্তারসহ বিভিন্ন পেশা ও শ্রেনির নেতৃবৃন্দ।
গোলটেবিল বৈঠক কিভাবে আইনের সহায়তা পাওয়া যায়, স্কুল পর্যায় সচেতনতা, উঠান বৈঠকসহ বিভিন্ন সার্বিক দিক তুলে ধরে মুক্ত আলোচনা করা হয়।



Post Comment