Loading Now

“নারী মুক্তি সংঙ্গীর” ৩দিনের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ।।

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের সহযোগিতা ও বেসরকারী উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার সকাল ৯ টায় চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির মিলনায়তনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষনের উদ্ভোধন কর হয়।

প্রশিক্ষন সভায় প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটর নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না।

পারায়ন প্রকল্প এরিয়া ম্যানেজাট মো:আবু সুফিয়ান শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী মুক্তি সংঙ্গীর সদস্য বৃন্দ এবং পারায়ন প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। পারায়ন প্রকল্পটি বরিশালের ৪ টি উপজেলা ও ১৪ টি ইউনিয়নে জেন্ডার বেইজড ভায়লেন্স ও নির্যাতিত নারীদের আইনগত সহায়তা প্রদানে কাজ করছে যা পিছিয়ে পরা জনগোষ্ঠিদের অধিকার বাস্তবায়নে ভূমিকা পালন করবে। যার অন্যতম উদ্যোগ “নারী মুক্তি সঙ্গী”। যারা তাদের এলাকার নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষে স্থানীয় সরকারের সাথে কাজ করবে।

আজ ছিল প্রশিক্ষনের প্রথম দিন। আগামী তিনদিন চলবে এই প্রশিক্ষন। এই প্রশিক্ষনের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতার বহি প্রকাশ ঘটতে পারবে। এমনকি তার আশপাশ এলাকার নারী শিশুরা নির্যাতনে শিকার হলে তারা কি ভাবে প্রতিকার পাবে তার সুব্যবস্থ করতে পারবে। নির্যাতিত ও পিছিয়ে পড়ার জনগোষ্ঠী কিভাবে নিজেদের অধিকার আদায় করবে সে সম্পর্কেও প্রশিক্ষণে আলোচনা করা হবে। এছাড়াও বিভিন্ন সার্বিক বিষয় আইনী প্রশিক্ষণ দেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED