Loading Now

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মো. ইব্রাহীম খলিল (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের একটি বাড়ির খড়ের গাদার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহীম খলিল (৩১) আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মো. হাচন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল রাতে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তিনি। পরে রাত থেকে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। আজ শনিবার সকালে একজন শিক্ষার্থী ইব্রাহীমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED