Loading Now

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে বরিশালে সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক ও নৌপথের যাত্রী সাধারণের ঈদযাত্রা নিবির্ঘ্ন করাসহ ঈদের সার্বিক প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) বেলাল হোসাইন-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা মোঃ শাহিদুর রহমান-বিপিএম, পিপিএম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, সেনাবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশসহ সকল আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা বৃন্দরা।

শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়ক ও নৌপথের যাত্রী সাধারণের ঈদযাত্রা নিবির্ঘ্ন করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে অতিথিরা আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED