নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবীতে বরিশালে মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্ব স্মরণ দিবস – ২০২৫’ উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এ কর্মসূচির আয়োজন করে।
“সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন চাই”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনের সঞ্চালনা করেন বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান সমন্বয়কারী রণজিৎ দত্ত। নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা মি: লিংকন বায়েন।
এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু ও অঙ্গহানি ঘটছে, যা এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা এবং আধুনিক সড়ক নিরাপত্তা আইন দ্রুত বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যানবাহন নিয়ন্ত্রণে কঠোরতা এবং সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন“ আকাশে সূর্য উঠবে—এটি যেমন চিরন্তন সত্য; ঠিক তেমনি বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হবে—এটিও আজ আর নতুন কিছু নয়। কোনো দিন নেই যেদিন দুর্ঘটনা হচ্ছে না। এটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কর্তৃপক্ষের বারবার ব্যর্থতায় প্রতি মাসে হাজারো মানুষ নিহত ও আহত হচ্ছেন। নিরাপদ সড়ক এবং নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন এখন অতীব জরুরি।”
বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী বলেন, “সড়ক দুর্ঘটনার কারণে হাজারো পরিবার নিঃস্ব হয়ে গেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। এখন যা ঘটছে তা শুধু দুর্ঘটনা নয়—এ যেন সড়কে হত্যা। এর দায় গাড়ির মালিক, চালক এবং সরকারেরও। নিরাপত্তা ফিরিয়ে আনতে এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন বি.এম কলেজের ছাত্র নেতা প্রান্ত বেপারী, কিশোর কুমার শীল। মানববন্ধনে উপস্থিত ছিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বরিশাল মহানগরের সভাপতি যোশেফ বিশ্বাস, ডিজিইউকেএস’র নির্বাহী পরিচালক সাধনা রানী বেপারী, মনিরুল ইসলাম রানা, সামির মণ্ডল। এছাড়াও কর্মসূচিতে শিক্ষার্থী, সামাজিক কর্মী, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



Post Comment