Loading Now

নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকর আহবান: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ড হরিণাফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া আপোষহীন দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। জনগণের দেওয়া ‘দেশনেত্রী’ উপাধি তার অবদান ও ত্যাগেরই স্বীকৃতি। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার দল ও প্রতীককে বিজয়ী করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি একমাত্র বিএনপিই করেছিল। নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা ভণ্ডুল হয়ে গেছে।
তফসিল ঘোষণার পর এসব নির্বাচনবিরোধী মহল রাজনৈতিকভাবে হোঁচট খেয়েছে।

রহমাতুল্লাহ আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, এই দলগুলো আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। তাই নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্বা মোঃ হামিদুর ইসলাম শানু আকনের আয়োজনে বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফরিদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মোঃ তারেক সোলায়মান, যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ন আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল জেলা ছাত্রদলের সভাপতি আসিফ আল মামুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাহাত তালুকদার, আহত জুলাই যোদ্ধা রহমাতুল্লাহ সরদার সাব্বির, মোঃ জহির হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমাদ।

Post Comment

YOU MAY HAVE MISSED