নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালী সদর উপজেলার কলাতলা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে একজন শ্রমিক মারা গেছেন। আরেকজন গুরুতর অসুস্থ হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজন গুরুতর অসুস্থ হন।
নিহত শ্রমিকের নাম মো. সাগর (৩৮)। তিনি গাইবান্ধা জেলার বালুরচর উপজেলার বাদিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মাহাতাব মিয়ার ছেলে। তবে অসুস্থ শ্রমিকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। অসুস্থ শ্রমিককে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, মৃতদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Post Comment