Loading Now

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ আহরণ: মেঘনায় ২৫ জেলেকে জরিমানা

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে জব্দ প্রায় ২২ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ‘আগে অভিযানের খবর পেয়ে জেলেরা সরু খালে লুকিয়ে থাকত। এবার আমরা সেসব জায়গায় আগে থেকেই আমাদের টিম মোতায়েন করেছিলাম।’

তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খালে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা তাদের হাতেনাতে ধরে ফেলি।’ সেনাবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে ২৫ জেলেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

দুইজন নাবালক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনও বলেন, ‘জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদরাসাগুলোতে বিতরণ করা হয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED