Loading Now

নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক ।।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এতে বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যারা হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED