Loading Now

পটুয়াখালিতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার থেকে পড়ে আলআমিন (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঘাটের বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলআমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের শিরাজ খানের ছেলে।

জানা গেছে, পাঁচ দিন আগে সহকর্মীদের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যায় আলআমিন। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত পান আলআমিন। তখন নদীতে পড়ে নিখোঁজ জন তিনি। ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED