Loading Now

পটুয়াখালীতে ইয়াবা ও দেশীয় অ’স্ত্রসহ আ’টক ১

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৫৪ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ওই এলাকার এক ব্যক্তি মোঃ শাহিন হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন দুপুর ৩টায় তার বাড়িতে অভিযান চালানো হলে সেখান থেকে ১০ লাখ টাকা মূল্যের আরও ২০০০ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED