Loading Now

পটুয়াখালীতে ছাগলে ঘাস খাওয়ায় কুপিয়ে হত্যা, আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম হত্যার মামলার আসামি রমেশ মাজিকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌকরন বাজার থেকে র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত শাহ আলমকে হাসপাতালে ভর্তি করা হলে এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

প্রাথমিকভাবে এই ঘটনায় হামলার মামলা দায়ের করা হয়। পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

বাউফল থানার (তদন্ত) কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে নিয়ে পটুয়াখালী যাচ্ছি। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED