Loading Now

পটুয়াখালীতে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৩ জনকে শোকজ

 

পটুয়াখালী প্রতিনিধি ৷।

পটুয়াখালীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— পটুয়াখালী শহরের আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন— জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার। তাদেরকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ওই চিঠিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্তের অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্যসচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে লিখিত জবাব দেওয়ার জন্য।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের বনানী এলাকায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিলকে (১৬) কুপিয়ে জখম করা হয়। খলিলের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। এ ঘটনায় তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED