Loading Now

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রের প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুনের সূত্রপাত হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্ক্র্যাপ শেডে থাকা হাজার টন লোহা-লক্করসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। আগুনে অন্তত ১৩-১৪টি ডিউটি পোস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও পাওয়ার প্ল্যান্টের নিজস্ব দুটিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ২ ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নাশকতার ঘটনা কি না, তা তদন্তের পর জানা যাবে বলেও তিনি জানান।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, চিন্তার কোনো কারণ নেই। মূল পাওয়ার প্ল্যান্ট থেকে ঘটনাস্থল অনেক দূরে ছিল। আমাদের মোট চারটি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে মাঝে মাঝে অগ্নিকণা জ্বলে উঠছে, তাই নিরাপত্তার স্বার্থে আমাদের সদস্যরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED