Loading Now

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মো. হালিম হাওলাদার (৬০) পূর্ব সুবিদখালী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হালিম হাওলাদার বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে যান।

এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, নদীর চরে গরু আনতে গিয়ে পূর্ব সুবিদখালী গ্রামের হালিম হাওলাদার নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED