Loading Now

পটুয়াখালীতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৭ দোকান

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী শহরে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের কলাতলা হাউজিং মাঠের সামনে এ ঘটনা ঘটে।

গভীর রাতে আগুনের ঘটনা ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান রক্ষা পাওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটা কম হয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আলামিন ভাতের হোটেলসহ দুটি চায়ের দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক পুরে যায়।

সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার দেওয়ান মো. রাজিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পরে দেখা যায় ছয় থেকে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমাদের চারটা ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED