Loading Now

পটুয়াখালীতে রাতের আঁধারে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ফিলিং স্টেশনে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার (১৪ মে) রাতে কুয়াকাটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখে কাপড় বেঁধে দুজন লোক স্টেশনের দেওয়াল টপকে আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচলরত অটোরিকশা চালকদের নজরে পড়লে তারা পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাদ্দাম নামের এক স্টাফ বলেন, রাতে ডিউটি শেষে ঘুমিয়ে যাই, রাত ২টার অটোরিকশা চালকদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেলে পাম্পের পেছনে আগুন জ্বলে দেখে তাদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।পাম্প মালিক কাদের ফরাজী বলেন, রাতে আমার ফোনে কল আসে পাম্পে আগুন লেগেছে।

আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দেখি পরিত্যক্ত দুটি পাম্প মেশিন ও সাতটি খালি ড্রামে আগুন দিয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত দুজন লোক মুখে কালো কাপড় বাধা অবস্থায় আগুন দিয়ে পালিয়ে যায় তারা। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে পুলিশের রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED