Loading Now

পটুয়াখালীতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে এক যুবকের পুরুষাঙ্গ স্ত্রী কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম কাওসার হাওলাদার (৩০)।

বৃহস্পতিবার উপজেলার রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম।

আহত কাওসার ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে ঢাকায় বিয়ে করেন কাওসার। এরপর বউকে নিয়ে গ্রামে চলে আসেন। কাওসারের স্ত্রীর আগে দুই বিয়ে ও দুই সন্তান থাকলেও তা গোপন করা হয়েছে বলে জানা যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।

আহত কাওসার বলেন, বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষে ঘুমাতে গেলে আমার স্ত্রী তাকে সময় দিতে বলে। কিন্তু আমি ফুটবল খেলতে যাওয়ার কথা বললে সে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ঘুমিয়ে পড়লে সে ধারালো কিছু দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে।

কাওসারের স্ত্রী বলেন, তার সঙ্গে পরিচয় হওয়ার পর নানাভাবে প্রলোভন দেখিয়ে আমার আগের স্বামীকে তালাক দিয়ে বাসার প্রায় ২ লাখ টাকার মালামাল বিক্রি করে। পরে আমাকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এ বাড়িতে আসার পর থেকে কাওসার এবং তার পরিবারের সদস্যরা আমাকে ঘর থেকে বের হতে দেয় না।

তিনি আরও বলেন, কাওসারের মা সবসময় আমাকে চোখে চোখে রাখে। সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই এই কাজ করেছি।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED