Loading Now

পটুয়াখালীতে ৪২ কেজি ওজনের সামুদ্রিক কাছিম উদ্ধার

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর গলাচিপায় জলপাইরঙা একটি সামুদ্রিক পান্না কাছিম জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রাম থেকে কাছিমটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রামনাবাদ নদীতে কাছিমটি জেলেদের জালে ধরা পড়ে। খবর পেয়ে পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপার টিম লিডার মো. সোহেল হোসেন এবং গলাচিপা বন বিভাগের বিট কর্মকর্তা মো. জামাল হোসেন ঘটনাস্থল থেকে কাছিমটি জীবিত উদ্ধার করেন।

মো. সোহেল হোসেন বলেন, খবর পেয়েই কাছিমটি উদ্ধার করা হয়েছে। এটা সমুদ্রের কাছাকাছি আগুনমুখো নদীর তিন মোহনায় অবমুক্ত করা হবে।

গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা মেইলকে জানান, সাংবাদিক এবং এনিমেল লাভার অব পটুয়াখালী এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল উপস্থিতে আমরা কাছিমটি অবমুক্ত করি।

Post Comment

YOU MAY HAVE MISSED