Loading Now

পটুয়াখালী কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার দুপুরে তার ভাগ্নি রুমা জানান- আমার মামা সুস্থ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।

কারাসূত্র জানায়, ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে গ্রেফতার ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। পরে মাত্র ১০ মিনিটের মধ্যে ১টা ৪০ মিনিটে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে তিনি মারা যান।

 

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED