পণ্যের বর্ধিত ভ্যাট ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ।।
বাম গণতান্ত্রিক জোট, বরিশাল জেলা শাখার উদ্যোগে শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট বাতিল, দ্রব্যমূল্য কমানো, নারীদের ক্রীড়ানুষ্ঠানে হামলার বিচার, নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাম জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরের সামনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজ খোকন।
এসময় পরিচালনার দায়িত্বে ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য জলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের মুখে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু আই এম এফ এর ঋণের কিস্তির শর্ত মানতে গিয়ে যেভাবে শতাধিক পণ্যে সরকার ভ্যাট বসিয়েছে, তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে এবং জনজীবন আরও ক্ষতিগ্রস্থ হবে। মাত্র ৪ বিলিয়ন ডলারের ঋণের জন্য সরকার জনগনের উপর বর্ধিত দ্রব্যমূল্য চাপিয়ে দিচ্ছে অথচ পাচারকৃত অর্থ ফেরত আনার কোন উদ্যোগ নিচ্ছেনা, খেলাপি ঋণ আদায়ের জন্য কোন উদ্যোগ নিচ্ছেনা। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে ও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বক্তারা আরও বলেন, অভ্যুত্থানের পর সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্থিতিশীল করতে পারেনি। এই সুযোগ নিয়ে কিছু মৌলবাদী গোষ্ঠী বারবার নারীদের উপর নানাধরনের আক্রমণ চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দিনাজপুর ও জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচে তৌহিদী জনতার নামে হামলা সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতাই প্রমাণ করে। বক্তারা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, এই সরকার নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে। অথচ একটি নির্বাচিত সরকার ছাড়া কোন সংস্কারই সম্পূর্ণ করা সম্ভব নয়। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও তারিখ ঘোষণা করার জন্য বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
Post Comment