Loading Now

পথভ্রষ্ট ব্যক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ রাজি-খুশি হয়ে যান : ছারছীনা পীর

 

নিজস্ব প্রতিবেদক ॥

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি অত্যন্ত দয়া ও ক্ষমাশীল। তিনি নিজ অনুগ্রহে সেই সব বান্দাকে সঠিক পথ দেখাবেন ; যারা সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করে। আর সঠিক পথ পেতে হলে আমাদেরকে সর্বদা নেক আমল করতে হবে।

যুগে যুগে নবী-রাসুলরা এই পৃথিবীতে এসে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) আখেরী নবী ও রাসুল হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তাঁর ওফাতের পর সাহাবায়ে কেরাম (রাঃ), তাবেয়ীন, তাবে তাবেয়ীনরা এই পৃথিবীতে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত হবার জন্য দিক নির্দেশনা ও তাকীদ প্রদান করেছেন। আজ তাদের অবর্তমানে এদেশে হক্কানী আওলিয়ায়ে কেরামগরা তথা পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামরা পথভ্রষ্ট ব্যক্তিদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হন। আর পথভ্রষ্ট ব্যক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান।

গতকাল শুক্রবার ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের দ্বিতীয় দিন বাদ জুম্মা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মুফতী মাওলানা হায়দার হুসাইন।

আজ শনিবার তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন। এদিন বাদ এশা আখেরী মোনাজাত হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED