পদত্যাগ করলেন ববির রেজিস্ট্রার মুহসিন
নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন নিজেই।
অধ্যাপক মুহসিন বলেন, সম্প্রতি ইউজিসির বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে ১৭টি ‘অবজারভেশন’ (পর্যবেক্ষণ) দিয়েছে। এর মধ্যে চারটি পর্যবেক্ষণ সরাসরি রেজিস্ট্রার দপ্তর–সংশ্লিষ্ট। এসব পর্যবেক্ষণের মধ্যে রয়েছে—রেজিস্ট্রার অধ্যাপক হয়েও কেন সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য? তিনি আবাসিক কর্মকর্তা হয়েও কেন ক্যাম্পাসের ভেতরে থাকেন না? এবং কেন রেজিস্ট্রার পদে থেকে অফিসিয়াল গাড়ি ব্যবহার করেন?
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এসব পর্যবেক্ষণের পর এই পদে থাকা আমার জন্য সমীচীন নয়। সেই কারণেই আমি পদত্যাগ করেছি। রোববার উপাচার্যকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলাম, সোমবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
প্রসঙ্গত, চলতি বছরের ২১ মে ড. মুহসিন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগ দেন। ছয় মাস মেয়াদ থাকার কথা থাকলেও তার আগেই তিনি পদত্যাগ করলেন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘আমি এখনও পদত্যাগপত্র হাতে পাইনি, তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
ভিসি’র পিএস মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি রেজিস্ট্রার পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনও দেখি নাই।’



Post Comment