Loading Now

‘পরম সুন্দরী’ সিনেমা মুক্তির আগেই জাহ্নবীকে নিয়ে সমালোচনার ঝড়

বিনোদন ডেক্স ।।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পরম সুন্দরী’র ট্রেলার মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ট্রেলারে একদিকে দর্শকদের প্রশংসা মিললেও কেরালের বহু শিল্পী ও দর্শক-এর তীব্র সমালোচনা করেছেন।

 

তাদের অভিযোগ সিনেমায় জাহ্নবী কাপুরের চরিত্রে যেই মালায়ালি মেয়ের চরিত্রে রাখা হয়েছে, তাকে অতিরঞ্জিত ও প্রচণ্ডভাবে স্টেরিওটাইপিক্যালভাবে উপস্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার মালায়ালি অভিনেত্রী ও গায়িকা পবিত্রা মেনন নির্মাতাদের বিরুদ্ধে এমনই ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে সেই ট্রেলার শেয়ার করে একই সুরে সমালোচনা করেন নেটিজেনরা।

 

সেই ভিডিও ছড়িয়ে পড়ায় নেটিজেনরা মন্তব্য করেছেন সিনেমায় জাহ্নবীর চরিত্রের লম্বা নাম ও সাজসজ্জা একেবারেই অবাস্তব মনে হয়েছে। কেরালার সবার লম্বা নাম হয় না। বরং তাকে চেন্নাইয়ের চরিত্র হিসেবে দেখালে মানাত।

 

এ ছাড়া ভিডিওর কমেন্ট সেকশনে মালায়ালি নেটিজেনদের একাংশ জাহ্নবীর উচ্চারণ ও অভিনয়ের কড়া সমালোচনা করেন। এক নেটিজেন লিখেছেন তিনি হিন্দিতে বললেন সব বুঝলাম, কিন্তু একটাও মালায়ালম শব্দ বুঝলাম না। ভুয়া সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট একেবারেই মানা যায় না।

Previous post

দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ তদন্তে নেমেছে প্রশাসন ও পুলিশ

Next post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস

Post Comment

YOU MAY HAVE MISSED