Loading Now

পরিবেশ অধিদপ্তরের টেন্ডারে বরিশাল স্বেচ্ছাসেবক দলের থাবা!!!

নিজস্ব প্রতিবেদক ।।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উন্মুক্ত নিলামে শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জব্দকৃত পলিথিনের উন্মুক্ত নিলামে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা শিডিউল কিনে জমা দিতে আসেন। তবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও যুগ্ন আহবায়ক তারেক সোলাইমান সমর্থিত কিছু ব্যবসায়ীর বাধার কারণে বেশ কয়েকজন ব্যবসায়ী শিডিউল জমা দিতে ব্যর্থ হন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ জানিয়েছেন, ৩১টি শিডিউল বিক্রি হলেও মাত্র ৭টি শিডিউল জমা পড়েছে। কেন বাকিগুলো জমা পড়েনি তা তিনি জানেন না।

ঘটনার সময় অধিদপ্তরের মূল ফটকে শিডিউল জমা দেওয়ার চেষ্টায় ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান উপস্থিত থাকলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নি।

এদিকে, ঘটনার কভার করতে গিয়ে শাকিল খান নামে এক সাংবাদিক ও হামলার শিকার হন। কয়েকজন ব্যবসায়ী তার ওপর হামলা চালালে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ দরদাতার কাছে আগামী এক মাসের মধ্যে মালামাল হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুঝাহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ব্যবসায়ীদের বাধা ও উত্তেজনা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

Post Comment

YOU MAY HAVE MISSED