Loading Now

পরীর শোকাবহ দুটি দিন!

 

বিনোদন ডেক্স ।।

চিত্রনায়িকা পরীমনির জন্য গত দুই দিন ছিল খুবই দুঃখের দিন। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন কাছের মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।

গত শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার।

এর একদিন পর শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার প্রথম ছবির পরিচালক শাহ আলম মন্ডল।

পরিচালক শাহ আলমের হাত ধরে সিনেমায় আসেন পরীমনি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’। তার নির্মিত অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’।
মাত্র একদিনের ব্যবধানে দুজন কাছের মানুষের মৃত্যু সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমনি।

নিরবে কিছুক্ষণ কেঁদেছেনও তিনি।
শনিবার এক পোস্টে পরীমনি লেখেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’

পরীমনির এই বিষাদময় পোস্টের সঙ্গে অনেকেই দুর্ঘটনায় তার প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর সম্পর্ক খুঁজে পেয়েছেন।

আবার অনেকেই পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ এক বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। আর এরই মধ্যে পরীমণির প্রথম পরিচালক চলে গেলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED